কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
সেবার সংক্ষিপ্ত বিবরণ:
গবাদিপশুকে বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই টিকা দিতে হবে। সময়মত টিকা না দিলে গবাদিপশুর মালিক বা খামারির বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। তাই নির্দিষ্ট সময় পরপর নিয়ম মেনে গবাদি পশু পাখিকে টিকা দিতে হবে। সরকারি এই সেবার মাধ্যমে গবাদিপশুকে নিয়মিত টিকা দেয়া হয়।
সেবার সুবিধা:
১. গবাদি পশু পাখি রোগ বালায় মুক্ত থাকে।
২. কম খরচে টিকা দেওয়া যায়।
৩. সুস্থ নীরোগ পশু পাওয়া যায়।
৪. সুস্থ পশু বিক্রয় করলে বাজারে ভালো দাম পাওয়া যায়।
৫. মালিক বা খামারি লাভবান হয়
প্রক্রিয়া:
টিকা দেয়ার জন্য খামারি বা পশুর মালিক তার পশুকে নির্দিষ্ট দিনে উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাবেন। সেবা পাওয়ার জন্য নিবন্ধন করবেন এবং প্রয়োজনীয় ফি দিবেন। এরপর উপজেলা ভেটেরিনারি সার্জন পরীক্ষা করে প্রয়োজনীয় টিকা দিবেন। অথবা মাঠ-কর্মীরা গবাদি পশু পাখিকে টিকা দেয়ার জন্য নির্দিষ্ট দিনে গ্রাম বা ইউনিয়নে আসলে টিকা দিয়ে নিতে হবে।
যোগ্যতা |
গবাদিপশু থাকতে হবে |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজন নাই |
প্রয়োজনীয় খরচ |
১. তরকা- ০.৫০ টাকা/মাত্রা ২. ক্ষুরারোগ- ১৬ টাকা/মাত্রা ৩. বাদলা- ১.৫০ টাকা/মাত্রা
|
সেবা প্রাপ্তির সময় |
টিকা প্রাপ্তি সাপেক্ষে ১ দিন হতে ৭ দিন |
কাজ শুরু হবে |
ভেটেরিনারি হাসপাতাল |
আবেদনের সময় |
সারা বছর |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: |
১. উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ২. ভেটেরিনারি ফিল্ড এ্যাসিস্টেন্ট(ভিএফএ) |
সেবা না পেলে কার কাছে যাবেন |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
বিস্তারিত তথ্যের জন্য :
প্রয়োজনীয় ওয়েব সাইট : http://www.dls.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস