বাংলাদেশের ইউনিয়ন পরিষদ একটি ঐতিহ্যবাহী স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রয়েছে সুদুর অতীত গ্রাম পঞ্চায়েত,সালিশী বোর্ড, ইউনিয়ন বোর্ড, ইত্যাদি। ধাপ সমূহ নিয়ে ইউনিয়ন পরিষদ জন্ম।
পরিষদের সর্ব নিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ। প্রথম তফসিল ২৮ ধারা দ্রষ্টব্য ইউনিয়ন পরিষদ শপথ বা ঘোষণা পত্র চেয়ারম্যান,সদস্য নির্বাচিত হয়ে সশ্রদ্ধ চিক্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছে যে, আমি ভীব অনুরাগ বা বিরাগে বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্থতার সহিত স্ব স্ব পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। তাহরা বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুসত্য পোষন করিবে। পরিষদের বিধিবিধান মানিয়া চলিবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচিত ব্যক্তিগন অত্র এলাকায় একজন প্রখ্যাত্ব ব্যক্তিত্ব অর্জন করেছে। তাহারা সর্বাক্ষণিক এলাকার সাধারণ জগণের সহযোগিতামূলক কাজের নিয়োজিত ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS